আফগানিস্তানে তালেবানের হামলায় ৫০ পুলিশ নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে তালেবানের হামলায় ৫০ জনের বেশি পুলিশ সদস্য নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

সোমবারের হামলায় ২৪ জন এবং রোববারের হামলার ঘটনায় ৩৩ জন নিহত হয়েছেন। দেশটির আঞ্চলিক পুলিশ কমান্ডার ইসমাতুল্লাহ দাওলাতযাই রয়টার্সকে জানান, পৃথক এসব হামলার ঘটনায় আরো ৪০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তালেবান যোদ্ধারা প্রাদেশিক রাজধানী লস্কর গাহে প্রবেশ করতে সক্ষম হয়। তারা সেখানে ভয়াবহ হামলা চালিয়েছে। বহু দূর থেকেও গুলি এবং বোমার শব্দ শুনতে পাওয়া গেছে।

পাকিস্তানের পশ্চিমাঞ্চলে মার্কিন বাহিনীর ড্রোন হামলায় তালেবান নেতা মোল্লা আখতার মানসুর নিহত হওয়ার পর থেকেই হেলমান্দ প্রদেশে হামলা চালাচ্ছে তালেবান জঙ্গিরা।



মন্তব্য চালু নেই