আফগানিস্তানে আদালতে তালেবান হামলা, নিহত ৭

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর কুন্দুসের এক আদালতে সোমবার হামলা চালিয়েছে তালেবান যোদ্ধারা। হামলায় সরকারি আইনজীবীসহ অন্তত ৭ জন নিহত হয়েছেন।

প্রদেশ পুলিশের মুখপাত্র সাঈদ সারওয়ার হোসাইনি জানান, চার জন সেনা পোশাকধারী চার জঙ্গি প্রদেশের আপিল আদালতে হামলা চালায়। তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর চার ঘণ্টা ধরে তুমুল বন্দুকযুদ্ধ চলে। তারা প্রথমে আদালতের প্রধান ফটকে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ভিতরে প্রবেশ করে। নিহতদের মধ্যে কয়েকজন আইনজীবীসহ ৬ জন আদালত কর্মী ও এক পুলিশ রয়েছে। আহত হয়েছেন আরো আটজন। হামলাকারীদেরকের হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন হোসাইনি।
আদালতের প্রধান আইনজীবী আমরুদ্দিন আমিন বলেন, হামলাকারীরা আদালতের প্রত্যক রুমের দরজার কাছে এসে গুলি করে তাদের হত্যা করে। হামলা থেকে বাঁচতে তিনি নিজে জানালা দিয়ে লাফিয়ে পড়েন।

তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। তবে তারা কেন এ হামলা চালিয়েছে সে বিষয়ে কিছুই বলেনি।

আফগানিস্তান থেকে যুক্তরাজ্যের সেনা প্রত্যাহারের দুদিন পর এ হামলার ঘটনা ঘটলো। দেশটিতে আরো কয়েক বছর ১২ হাজার মার্কিন সেনা থেকে যাবে।

তথ্যসূত্র : আলজাজিরা।



মন্তব্য চালু নেই