আফগানিস্তানের নির্বাচনে ভোট গণনায় দুই প্রার্থী এগিয়ে

আফগানিস্তানে সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনায় দুই প্রার্থীর এগিয়ে থাকার খবর পাওয়া গেছে। তারা দ্বিতীয় দফা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে প্রস্তুত রয়েছেন বলেও জানিয়েছেন। দেশটির সংবিধান অনুযায়ী কোনো প্রার্থী ৫০ ভাগের বেশি ভোট না পেলে সেখানে দ্বিতীয় দফা ভোট হওয়ার কথা রয়েছে। আগামী ২৮ মে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে পুনরায় ভোট অনুষ্ঠিত হবে। জঙ্গি গোষ্ঠি তালেবানদের হুমকি উপেক্ষা করে গত শনিবারের নির্বাচনে ৭০ লাখেরও বেশি ভোটার ভোট দেন। দেশটিতে এবারই প্রথম গণতান্ত্রিক উপায়ে প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন। প্রাথমিক ভোট গণনায় দেখা যায়, সবচেয়ে বেশি ভোট পেয়েছেন সাবেক ওয়ার্ল্ড ব্যাংক কর্মকর্তা এবং সাবেক অর্থমন্ত্রী আশরাফ গনি আহমাদজাই। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আবদুল্লাহ। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে সবমিলিয়ে আট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন। গনির মুখপাত্র আজিতা রাফাত সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন,‘প্রাথমিক গণনায় আমাদের প্রার্থী অনেকখানি এগিয়ে রয়েছেন।’ তবে তারা নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছেন। প্রথম দফা নির্বাচনে বেশি সংখ্যক বোট পাওয়ার দাবি করেছেন অপর প্রার্থী আবদুল্লাহও। তিনি শতকরা ৬২ ভাগ ভোট পেয়েছেন বলে পাকিস্তানের ডন পত্রিকাটি জানিয়েছে। তবে ৫০ ভাগের কম ভোট পেলে তাদের ফের নির্বাচনে যেতে হবে। তারা দুজন এ বিষয়েও প্রস্তুত রয়েছেন বলেও জানা গেছে। উল্লেখ্য, আফগানিস্তানের বর্তমান প্রেসিডেন্ট হামিদ কারজাই সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে তৃতীয় দফায় আর প্রেসিডেন্ট হতে পারবেন না। ২০০১ সালে তালেবানের পতনের পর থেকে ক্ষমতায় আছেন কারজাই ।



মন্তব্য চালু নেই