আতিয়া মহলে যেভাবে মারা গেল দুই জঙ্গি
সিলেটের দক্ষিণ সুরমার আতিয়া ভিলায় রবিবার দিনভর চলা প্যারা-কমান্ডো অভিযানের শেষ দিকে দুই জঙ্গির মৃত্যু হয়েছে। পরে কিভাবে এই দুই জঙ্গির মৃত্যু হয় তা সেনাবাহিনীর সেনা সদর দপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান গণমাধ্যমকে জানান।
তিনি বলেন, অভিযান চলাকালে ভবনের ভেতরে একটি গ্রেনেড নিক্ষেপ করা হয় ভেতরে। কিন্তু এই গ্রেনেড জঙ্গিরা কমান্ডোদের দিকে পাল্টা ছুড়ে মারে।
ফখরুল আহসান বলেন, আতিয়া মহলের ওপর তলা থেকে নীচতলায় নেমে আসার পর দুই জঙ্গিকে গুলি করা হয়। এতে এক জঙ্গি তার গায়ে জড়ানো সুইসাইড ভেস্টের বিস্ফোরণ ঘটিয়ে মারা যায়। অপরজন গুলিবিদ্ধ হয়েই মারা যায়। তবে লাশ দুটি ভেতরেই রয়েছে। দুজনই পুরুষ। ভেতরে এক বা একাধিক জঙ্গি রয়েছে, এটা নিশ্চিত। তবে কয়জন পুরুষ বা কয়জন নারী আছে, তা নিশ্চিত নয়।
ফখরুল আহসান আরও বলেন, ঘরের বিভিন্ন স্থানে বিস্ফোরক ফিট করে রেখেছে জঙ্গিরা। এতে বুঝা যায়, জঙ্গিরা জানে, কিভাবে নিজেদের আবাসস্থল দুর্গম করে রাখতে হয়।
মন্তব্য চালু নেই