আতিয়া মহলে নিহত দুই জঙ্গির ময়নাতদন্ত সম্পন্ন

সিলেটে শিববাড়ি এলাকার আতিয়া মহলে নিহত দুই জঙ্গির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নগরীর এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে ডা. শামসুল আলমের নেতৃত্বে এ ময়নাতদন্ত সম্পন্ন হয়।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ মোবাইল ফোনে এ তথ্য জানান। তবে ময়নাতদন্তের প্রতিবেদন বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল হাসান জানিয়েছিলেন পুলিশের কাছে দুটি লাশ হস্তান্তরের কথা। বলেছিলেন ময়নাতদন্তের পর এ লাশের পরিচয় সম্পর্কে পুলিশ নিশ্চিত করবে।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা বলেন, ‘এখনো মোগরাবাজার থানার ওসি খায়রুল ফজল সেনাবাহিনীর হস্তান্তর করা দুটি লাশের পরিচয় জানাননি। তিনি জানালে আমি আপনাদের কাছে লাশের পরিচয় প্রকাশ করব।’

এদিকে মঙ্গলবার সকাল থেকেই সিলেটের শিববাড়ির আতিয়া মহলে থাকা অপর দুই জঙ্গির মরদেহ উদ্ধার ও ভবনের বোমা নিষ্ক্রিয় করতে সকাল থেকে কাজ করছে ন সেনাবাহিনীর প্যারা-কমান্ডোরা।

এই উদ্ধার অভিযানের মধ্যেই সিলেট মহানগরীর শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’ ফের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দুপুর ১টা ৪ মিনিটে পরপর চারটি বিস্ফোরণ হয়। এতে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, আতিয়া মহলে জঙ্গিদের রাখা চারটি বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়েছে। সে জন্য শব্দ শোনা গেছে।

আতিয়া মহলের কাছাকাছি থাকা মাছরাঙা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক শাকির হোসাইন বলেন, ‘১টা ৪ মিনিটের সময় আমি পরপর চারটি বিস্ফোরণের শব্দ শুনতে পাই। তবে এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা কিছু জানাতে পারেননি।’



মন্তব্য চালু নেই