আতিয়া মহলে আবারও বিস্ফোরণ
সিলেট মহানগরীর শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’ ফের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
মঙ্গলবার দুপুর ১টা ৪ মিনিটে পরপর চারটি বিস্ফোরণ হয়। এতে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, আতিয়া মহলে জঙ্গিদের রাখা চারটি বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়েছে। সে জন্য শব্দ শোনা গেছে।
আতিয়া মহলের কাছাকাছি থাকা মাছরাঙা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক শাকির হোসাইন বলেন, ‘১টা ৪ মিনিটের সময় আমি পরপর চারটি বিস্ফোরণের শব্দ শুনতে পাই। তবে এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা কিছু জানাতে পারেননি।’
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বলেন, আতিয়া মহলের কাছে পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে দায়িত্বরত ছিলেন তিনি। এ সময় চারটি বিস্ফোরণের আওয়াজ পান।
সকাল থেকে সেনাবাহিনীর প্যারা-কমান্ডোরা ভবনটিতে থাকা বিস্ফোরক ও নিহত দুই জঙ্গির শরীরে থাকা বিস্ফোরক নিষ্ক্রিয়করণের কাজ করছেন।
‘আতিয়া মহলে’র জঙ্গিরা ভবনটির দেয়াল এবং অন্যান্য স্থানে প্রচুর বিস্ফোরক জড়িয়ে রেখেছিল বলে এর আগে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল।
এর আগে সোমবার রাত ও মঙ্গলবার দুপুর ১টার আগে আর কোনো গোলাগুলি বা বিস্ফোরণের শব্দ শোনা যায়নি বলে জানিয়েছিলেন শিববাড়ি এলাকার ব্যবসায়ী এরশাদ আলী।
মন্তব্য চালু নেই