আজান নিষিদ্ধ করল ইসরাইল

রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত প্রার্থনার জন্য শব্দ করে আহ্বানকে নিষিদ্ধ করে একটি প্রস্তাব অনুমোদন করেছে ইসরাইলের মন্ত্রিসভা। রবিবার এ প্রস্তাব অনুমোদন করা হয়।

এই প্রস্তাবের ফলে ভোরে মসজিদ থেকে মাইকে ফজরের নামাজের আজান দেয়া যাবে না। যদি কেউ নিষেধাজ্ঞা ভঙ্গ করে তাহলে তাকে দুই হাজার ৬০০ ডলার জরিমানা করা হবে।

এর আগে কট্টর ডানপন্থী জুইশ হোম পার্টির নেতা মটি জোগেভ বিতর্কিত আইনটির প্রস্তাব করেছিলেন।

এতে সব সময়ের জন্য সশব্দে মাইকে প্রার্থনার আহ্বান বন্ধের প্রস্তাব ছিল। এর ফলে শুক্রবার সন্ধ্যায় ইহুদিদের ‘সাব্বাথ’ প্রার্থনার জন্য সাইরেন বাজানোও নিষেধাজ্ঞায় পড়তো। এ কারণে ইসরাইলি আইনসভা নেসেট আইনটি প্রত্যাখ্যান করে।

পরে আইনটি সংশোধন করে শুধু রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত উচ্চ শব্দে প্রার্থনার আহ্বান নিষিদ্ধ করার কথা বলা হয়।

রবিবার মন্ত্রিসভা কমিটি সংশোধিত প্রস্তাবটি অনুমোদন করে। এই কমিটির সভাপতি জুইশ হোম পার্টির নেতা এবং নেতানিয়াহু সরকারের বিচারমন্ত্রী আয়েলেত শাকেদ। মন্ত্রিদের অনুমোদন পাওয়ার ফলে আগামী বুধবার প্রস্তাবটি সরকারি বিল হিসেবে নেসেটে উত্থাপন করা হবে।

যদিও আইনটিতে সুনির্দিষ্ট কোনো ধর্মের কথা উল্লেখ করা হয়নি। কিন্তু ফিলিস্তিনি এবং ইসরাইলি মুসলিমদের দাবি এটি ‘মুয়াজ্জিন আইন’।

ইসলাম বিদ্বেষের কারণেই দখলদার ইহুদিবাদী ইসরাইল এ আইন প্রণয়ন করছে বলে অভিযোগ তাদের। সূত্র: আল আরবিয়্যাহ



মন্তব্য চালু নেই