‘আচরণবিধি লঙ্ঘন সহ্য করা হবে না’
আচরণবিধি লঙ্ঘন হলে নির্বাচন কমিশন (ইসি) সহ্য করবে না হলে হুঁশিয়ারি দিয়েছেন কমিশনার মোহাম্মদ শাহ নেওয়াজ। মঙ্গলবার বিকালে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শাহ নেওয়াজ বলেন, ‘সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণের জন্য প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে হবে। এর ব্যত্যয় ঘটলে আমরা সহ্য করব না।’
তিনি বলেন, ‘কোনো প্রার্থী বা সমর্থকরা আচরণ বিধি না মানলে রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নেবে। এ ছাড়া তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটও কাজ করছে।’
শাহ নেওয়াজ বলেন, ‘বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনানুযায়ী, রিটার্নিং কর্মকর্তাদের সব ক্ষমতা দেওয়া হয়েছে। তারাই সব সিদ্ধান্ত নেবেন। কমিশনকে জানানোর প্রয়োজন নেই। তবে আইনি জটিলতায় পড়লে তারা কমিশনকে জানাবে। কমিশন সে অনুযায়ী ব্যবস্থা নেবে।’
তিনি জানান, ইতোমধ্যে কিছু কিছু প্রার্থী ও সমর্থকদের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তারা শক্ত ব্যবস্থা নিয়েছে। এ ধারাবাহিকতা চলতে থাকবে।
প্রচারণা শুরুর বিষয়ে তিনি বলেন, প্রার্থীরা মঙ্গলবার থেকে প্রচারণা শুরু করেছে। এতে ইসির কোনো আপত্তি নেই, তবে প্রার্থীদের বিধি ও আইন মেনে প্রচারণা চালাতে হবে।
তফসিল অনুযায়ী, ২৮ এপ্রিল ঢাকা (উত্তর-দক্ষিণ) ও চট্টগ্রাম সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তিন সিটিতে অর্ধশতাধিক মেয়র ও দেড় হাজার কাউন্সিলর প্রার্থী প্রতিন্দ্বন্দ্বিতা করবেন। প্রার্থীরা ৯ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন।
মঙ্গলবার থেকে সীমিত আকারে প্রচারণা শুরু হয়েছে। ১০ এপ্রিল প্রতীক বরাদ্দ হলে চূড়ান্ত প্রচারণায় নামবেন প্রার্থীরা।
মন্তব্য চালু নেই