আগের জীবনের জন্য আফসোস ট্রাম্পের

‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’- আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পেছনের জীবনের দিকে তাকিয়ে এই দীর্ঘশ্বাস ফেলছেন্ এখন। হোয়াইট হাউসে ওঠার কিংবা ক্ষমতা গ্রহণের ১০০ দিন সামনে রেখে সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সীমাবদ্ধ জায়গা আর নিরাপত্তার ঘেরাটোপে তার জীবন হাঁসফাঁস হয়ে উঠেছে।

বেপরোয়া জীবনযাপনে অভ্যস্ত ধনকুবের ট্রাম্প তার বর্তমান জীবনকে তুলনা করেছেন রেশন পোকার খোলে বন্দি। পদে পদে গোপনীতা রক্ষা করতে হয়। তার আফসোস, লিমোজিন গাড়িতে চড়ছেন কিন্তু সেটি তিনি ইচ্ছে করলেও চালাতে পারেন না।

তবে ট্রাম্পের সবচেয়ে বড় বোধোদয় প্রেসিডেন্টের দায়িত্বের বিষয়টি। তিনি যে তার এত বড় ব্যবসা-সাম্রাজ্য সামলেছেন, সেটা নাকি এখনকার তুলনায় কিছুই না। ট্রাম্প বলেন, ‘আগের চেয়ে এখন অনেক বেশি কাজ করতে হচ্ছে। আমি ভেবেছিলাম, প্রেসিডেন্টের দায়িত্ব সহজ হবে।’

তাই আগের জীবনের জন্য তার ভেতরে হাহাকার চলছে, ‘আমি আমার আগের জীবনকে ভালোবাসি।’ সেই জীবনে গোপনীয়তা রক্ষায় অভ্যস্ত ছিলেন না তিনি।

জীবন সংকীর্ণ হয়ে পড়ায় ট্রাম্প বলেন, `এটা রেশম পোকার খোলের মধ্যে বন্দী হওয়ার মতো।…আমি গাড়ি চালাতে পছন্দ করি। কিন্তু এখন আর গাড়ি চালাতে পারি না।’

প্রেসিডেন্ট ট্রাম্পের এসব কথা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এর মধ্যেই ব্যঙ্গ-বিদ্রুপ করতে শুরু করেছেন অনেকে।

একজন টুইটারে লিখেছেন, ‘আমি বুঝতে পারি ট্রাম্পের কেমন লাগছে। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগের আমার জীবনটাও আমি খুব মিস করি।’

তবে কেউ কেউ লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আসলে অকপট। নতুন দায়িত্বে তাকে প্রচুর নতুন বিষয় শিখতে হচ্ছে। অকপটে সেটাই তিনি বলেছেন।



মন্তব্য চালু নেই