আইএস হামলায় ইরাকী ও তুর্কী সেনা হতাহত

ইরাকের একটি সেনা শিবিরে আইএসের (ইসলামিক স্টেট) হামলায় তিন সুন্নি যোদ্ধা নিহত ও চার তুর্কী সেনাসহ ১০ জন আহত হয়েছেন। বাশেকা অঞ্চলের একটি সেনা শিবিরে গত বুধবার গোলাবর্ষণ করলে এ হতাহতের ঘটনা ঘটে। খবর আলজাজিরার।

নিনেভেহ প্রদেশের সাবেক গভর্নর আথেল আল-নুজাইফি জানিয়েছেন, আইএস নিয়ন্ত্রিত মসুল শহরের কাছে অবস্থিত ওই শিবিরটিতে কয়েক ঘণ্টা ধরে মর্টার ছোড়া হয়।

তুর্কী সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ইরাকী কুর্দিস পেশমার্গা যোদ্ধাদের সঙ্গে আইএসের লড়াই চলাকালে শিবিরটি হামলার শিকার হয়। আইএস যোদ্ধারা কাত্যুশা রকেট ছুড়ে মেরেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ঘটনার পর তুর্কী বাহিনীও আইএসের অবস্থান লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে। তবে এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি।

শিবিরটির মুখপাত্র মাখমৌদ সুর্চি জানিয়েছেন, শিবিরটিতে হামলার ঘটনায় ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে তুরস্কের চার সেনা সদস্যও রয়েছেন।

ওই তুর্কী সেনারা ইরাকী যোদ্ধাদের প্রশিক্ষণ দিচ্ছিলেন বলে জানানো হয়েছে।

হামলার ঘটনার সময় শিবিরটিতে এক হাজারেরও বেশী যোদ্ধা প্রশিক্ষণ নিচ্ছিলেন।



মন্তব্য চালু নেই