‘আইএসের ৭৫ ভাগ যোদ্ধা মারা গেছে’

ইরাক-সিরিয়া সীমান্তের বিপুল অংশ দখল করে ‘রাজত্ব’ কায়েম করা আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক সেস্টের (আইএস) ৭৫ ভাগ যোদ্ধাই ইতোমধ্যে নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

বুধবার আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে এমনটাই বলা হয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের দাবি, দেশটির নেতৃত্বাধীন বিমান হামলা চলাকালীন আইএসের ৭৫ ভাগ যোদ্ধার মৃত্যু হয়েছে।

২০১৪ সাল থেকে গত দুই বছর ধরে যুক্তরাষ্ট্র ও তার সহযোগী দেশগুলোর সঙ্গে ইরাক-সিরিয়া সীমান্তে আইএসের যুদ্ধে এসব জঙ্গি মারা যায়।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সরকারি সূত্র জানিয়েছে, গত দুই বছরে আইএসের নিহত যোদ্ধার সংখ্যা অন্তত ৫০ হাজার জন।

এদিকে, গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্র বিরোধী আইএসের এক দূত জানিয়েছে, আইএসের যুদ্ধ যাবার জন্য তৈরি ১২ থেকে ১৫ হাজার যোদ্ধা রয়েছে।

২০১৪ সাল থেকে গত দুই বছরে আইএসের বিভিন্ন স্থাপনার উপরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে অন্তত ১৭ হাজার বার বিমান হামলা চালানো হয়।



মন্তব্য চালু নেই