আইএসের সঙ্গে আলোচনায় বসার আহ্বান ইউনিসেফের

সিরিয়ায় চরমপন্থি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে অন্যান্য দেশগুলোকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। আইএস দখলকৃত এলাকাগুলোতে শিশুদের রক্ষায় সংস্থার কার্যক্রম চালাতে এ আহ্বান জানানো হয়। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউনিসেফ প্রতিনিধি হান্না সিংগার এ আহ্বান জানান।
জাতিসংঘের অন্যান্য সংস্থাগুলি জানিয়েছে, আইসের দখলকৃত এলাকাগুলোতে বসবাসরত কয়েক কোটি জনগণকে ত্রান সহায়তা দেয়ার সুযোগ প্রদানের জন্য তারা সুযোগ চেয়েছিল। কিন্তু আইএস তাদের সঙ্গে আলোচনার বসার অনুরোধ প্রত্যাখ্যান করেছে।
শুক্রবার হান্না সিংগার বলেন, ‘কমপক্ষে শিশুদের রক্ষার জন্য আইএসের সঙ্গে আলোচনায় বসা উচিৎ।’
তিনি বলেন, ‘তারা জাতিসংঘের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছে। কিন্তু একই সময় এটা কেবল মানবাধিকার সংস্থাগুলির দায়িত্ব নয়। এটা রাজনৈতিক দায় এবং সংলাপের বসার জ্যণ রাজনৈতিক দলগুলোর আইএসের ওপর চাপ প্রয়োগ করা উচিৎ।’
আইএসের সঙ্গে সংলাপে বসতে সিরিয়াকে অথবা এই অঞ্চলে প্রভাববিস্তারকারী অন্য রাষ্ট্রগুলোকে বুঝাচ্ছেন কিনা জানতে চাইলে হান্না বলেন, ‘অবশ্যই অন্য রাষ্ট্রগুলি।’
হান্না জানান, ইউনিসেফের হিসাব অনুযায়ী, সিরিয়া ও প্রতিবেশি ইরাকে সংঘাতের কারণে প্রায় এক কোটি ৪০ লাখ শিশু দুর্ভোগে পড়েছে। এর বাইরেও প্রায় প্রায় ২০ লাখ শিশুর কাছে মানবিক ত্রান সহায়তা পৌছানো যাচ্ছে না।
বিশ্ব স্বাস্থ সংস্থার মানবিক সহায়তা বিষয়ক বিভাগের প্রধান রিক ব্রিন্নান বলেছেন, সিরিয়ায় বেসামরিক নাগরিকদের স্বাস্থসেবা পৌছানো সমস্যা রয়েছে । এ ক্ষেত্রে আইএসের দখলকৃত এলাকাগুলোর পরিস্থিতি চরমে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘প্রাতিষ্ঠানিকভাবে আমরা আইএসের সঙ্গে আলোচনা করছি না। আইএসের সঙ্গে কোন সংলাপও চলছে না। তবে আইএসের দখলকৃত এলাকাগুলোতে সহায়তা পৌছানোর জন্য কিছু সংস্থা চেষ্টা চালিয়ে যাচ্ছে।’



মন্তব্য চালু নেই