আইএসের বিরুদ্ধে লড়বে না তুরস্ক

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের যোদ্ধাদের প্রতিহত করতে তাদের বিরুদ্ধে সিরিয়ায় কোনো স্থল অভিযান চালাবে না তুরস্ক। আন্তর্জাতিক চাপের মুখে বৃহস্পতিবার এ কথা ঘোষণা করেছেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু।
বৃহস্পতিবার আঙ্কারায় ন্যাটোর নতুন নেতা জেনস স্টলটেনবার্গের সঙ্গে বৈঠককালে আইএসর বিরুদ্ধে স্থলযুদ্ধ না করার কথা সাফ জানিয়ে দেন পররাষ্ট্রমন্ত্রী কাভুসোগলু। তার বদলে তিনি সিরিয়া ও তুরস্কের মধ্যবর্তী অঞ্চলে একটি নো ফ্লাই জোন প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন।
তুরস্কের সীমান্তবর্তী কোবানি শহরে আইএসের দখল অভিযান ঠেকাতে লড়াইরত কুর্দি বাহিনীকে সামরিক সহায়তা দিতে তুরস্ক সরকারের ওপর ক্রমাগত চাপ বাড়ছিল। আইএসকে মোকাবেলায় তুর্কী সরকারের নিষ্কৃয়তার অভিযোগে নিজ দেশেই বিক্ষোভের মুখে পড়েছে এরদোগান সরকার। গত কয়েকদিনে কুর্দি বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত হয়েছে ১৯ জন।
এদিকে সিরিয়ার এক মানবাধিকার গোষ্ঠী জানিয়েছে, কুর্দিদের সঙ্গে ভয়াবহ লড়াইয়ের পর কোবানির এক তৃতীয়াংশ এলাকা দখল করে নিয়েছে আইএস যোদ্ধারা।



মন্তব্য চালু নেই