আইএসএলের পর্দা উঠছে রোববার

ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে রোববার। নতুন আঙ্গিকের এই ফুটবল লিগ আয়োজন করছে ভারতীয় এক বেসরকারি সংস্থা।

ভারতের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা এআইএফএফ-এর অনুমোদন পেয়েছে আইএসএল। টুর্নামেন্টে দেশটির আটটি শহরের নামে আটটি দল অংশগ্রহণ করবে।

দলগুলো হল- অ্যাটলেটিকো ডি কলকাতা, চেন্নাই টাইটেন্স, দিল্লী ডেয়নামুস এফসি, এফসি গোয়া, মুম্বাই সিটি এফসি, এফসি পুনে সিটি, নরটেস্ট ইউনাইটেড এফসি এবং কিরালা ব্লিস্টার এফসি।

প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে অ্যাটলেটিকো ডি কলকাতা ও মুম্বাই সিটি এফসি-এর মধ্যে। কলকাতা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবে।

এদিকে আইপিএলের মতোই জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করে সবার নজর কাড়তে চায় টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

দলের মালিকানার সুবাদে এমনিতেই উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, হৃতিক রোশন, রণবীর কাপুর, সালমান খান, মুকেশ আম্বানি, নীতা আম্বানি, শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলি।

ক্রিকেট তারকাদের পাশাপাশি স্টেজ মাতাবেন বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া ও বরুণ ধাওয়ান। বিকেল ৫টায় মঞ্চে আসবেন প্রিয়াঙ্কা-বরুণ জুটি৷ টানা ৪৫ মিনিটের স্টেজ পারফরম্যান্স করবেন তারা।

৮টি ভেন্যুতে সর্বমোট ৬১টি খেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইন সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে।



মন্তব্য চালু নেই