অর্থনীতিতে নোবেল পেলেন জ্যঁ তিরোল

এবার অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন ফ্রান্সের জ্যঁ তিরোল।
বাজারের ক্ষমতা এবং নিয়ন্ত্রণের ওপর গুরুত্বপূর্ণ বিশ্লেষণের জন্য তাকে এই সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করা হলো।
সোমবার রয্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেসের স্থায়ী সচিব স্টাফান নরমার্ক এক অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা করেন।
তিনি বলেন, বর্তমান সময়ে জ্যঁ তিরোল শীর্ষ প্রভাবশালী অর্থনীতিবিদদের মধ্যে অন্যতম।
তিরোলে বর্তমানে তুলুস ইউনিভার্সিটিতে কর্মরত।
বাজারের ক্ষমতা এবং নিয়ন্ত্রণ বিষয়ে তার অসামান্য কাজ রয়েছে। প্রভাবশালী কোম্পানিগুলো নিয়ন্ত্রণের কৌশল তিনি সুচারুভাবে ব্যাখ্যা করেছেন।
অ্যাকাডেমি আরো বলেছে, তিরোলে হাতে গোনা কিছু কোম্পানি নিয়ে কীভাবে একটি শিল্পকে বুঝা ও নিয়ন্ত্রণ করা যায় তা তিনি পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছেন।
এছাড়া আশির দশকের মধ্যভাগের পর থেকে বাজারের ব্যর্থগুলো বুঝতে নতুন গবেষণার দ্বার উন্মুক্ত করেন।



মন্তব্য চালু নেই