অভিশপ্ত ফোন নম্বর
কোনো বস্তুকে অভিশপ্ত বলে বিশ্বাস করা আধুনিক মানুষ কুসংস্কার বলেই মনে করে। কিন্তু অতীতে এমন কিছু ঘটনা আছে যা ওই বস্তুর ওপর এমন সংস্কার আরোপ করা অনেকটা যৌক্তিক হয়ে যায়। হীরা, বাড়ি, গাড়ি, ঘড়ি এমন অনেক কিছুর উদাহরণ আছে।
এমননি একটি অভিশপ্ত জিনিস তবে সেটা কোনো বস্তু নয় একটা সংখ্যা। একটা টেলিফোন নম্বর: +৩৫৯ ৮৮৮ ৮৮৮ ৮৮৮। এই নম্বর ব্যবহারকারীদের প্রায় সবারই অপঘাতে মৃত্যু হয়েছে। অবশেষে বিশের দশকে নম্বরটি বন্ধ করে দেয়া হয়।
এই নম্বরের শিকার হয়েছেন বাঘা বাঘা সব ব্যক্তি। এর মধ্যে অন্যতম হলেন বুলগেরিয়ার একটি মোবাইল ফোন অপারেটর কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইওি)। তিনি মাত্র ৪৮ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান।
কুখ্যাতদের মধ্যে রয়েছে এক মাফিয়া বস এবং একজন কোকেন চোরাকারবারী এজেন্ট। এদের দু’জনই গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এই ঘটনার পরই ফোন নম্বরটি সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে। তবে নম্বর বন্ধ করে দেয়ার কোনো কারণ ব্যাখ্যা করেনি কোম্পানি।
মন্তব্য চালু নেই