অবৈধভাবে হজে যাওয়ার পথে আটক ২৪০০০

সরকারি অনুমোদন না নিয়ে হজ পালনে  মক্কা যাওয়ার পথে প্রায় ২৪ হাজার হজযাত্রীকে আটক করে ফেরত পাঠিয়েছে তায়েফ পুলিশ।

 

রোববার তায়েফ পুলিশ প্রধান বিগ্রেডিয়ার মোহাম্মদ আল ওয়ালিদি আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সৌদি আরবের তায়েফ থেকে মক্কা যাওয়ার পথে মোট সাতটি স্থানে অতিরিক্ত নিরাপত্তা জোরদার ও চেক পয়েন্ট বসিয়ে ব্যাপক তল্লাশি চালিয়ে বিপুল সংখ্যক অবৈধ হজযাত্রীকে আটক করা হয়েছে।

 

তিনি জানান, এ বছর হজের অনুমতিপত্র ছাড়া কাউকে হজ করতে দেওয়া হবে না। সরকারি অনুমোদন ছাড়া অবৈধভাবে হজ পালন রোধে রাস্তায় টহল ও তল্লাশি জোরদার করা হয়েছে এবং পাহাড়ি রাস্তায় চেক পয়েন্ট বসানো হয়েছে।

 

উল্লেখ্য, সরকারি অনুমোদন ছাড়া হজ পালন করা সৌদি আরবের আইন অনুযায়ি অবৈধ। তবুও হজেরর মতো একটি ফরজ ইবাদত পালন করতে প্রতিবছর অসংখ্য লোক অবৈধ পন্থায় হজ পালন করতে আসেন। কারণ বৈধভাবে আসতে যে পরিমাণ অর্থ খরচ হয়, অবৈধ পন্থায় তথা সরকারি অনুমোদন ছাড়া হজে আসতে তার অর্ধেকও খরচ হয় না।



মন্তব্য চালু নেই