অটোরিকশায় ছাত্রীকে গণধর্ষণ

ভারতের কেরালা অঙ্গরাজ্যে নার্সিংয়ের এক ছাত্রীকে অটোরিকশায় তুলে গণধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে কেরালার রাজধানী থিরুভানানথাপুরামের কাছে ওই ঘটনা ঘটেছে।

পুলিশকে ওই ছাত্রী জানান, অটোরিকশায় তুলে তাকে গণধর্ষণ করেছে দুই পরিচিত ব্যক্তি। এদের মধ্যে তার একজন বন্ধুও রয়েছে। মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পথে তাকে জোরপূর্বক অটোতে তোলেন সাইজু নামের ওই বন্ধু। অটোরিকশাও তার ওই বন্ধুর। এ সময় অটোতে সুজিথ নামে আরও এক যুবক ছিল। মুখ চেপে ধরে গণধর্ষণ করা হয় তাকে।

এর আগে গত বৃহস্পতিবার পেরুমবাভুরের নিজ বাড়িতে ৩০ বছর বয়সী আইনের এক ছাত্রী মরদেহ উদ্ধার করে পুলিশ। রাজ্যের রাজধানী থিরুভানানথাপুরাম থেকে ২০০ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।

তবে চলতি সপ্তাহে এ ঘটনা জানাজানি হয়। ধারালো অস্ত্রের আঘাতে আইনের ওই শিক্ষার্থীর নাড়িভূড়ি বেরিয় আসে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই কেরালায় আবারো গণধর্ষণের ঘটনা ঘটেছে। এদিকে, খুন ও ধর্ষণে জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ।



মন্তব্য চালু নেই