হুতিদের ক্ষমতা ছাড়তে জাতিসংঘে প্রস্তাব পাস

হুতি বিদ্রোহীদের ইয়েমেনের ক্ষমতা থেকে দ্রুত সরে যাওয়ার দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে।

রবিবার নিরাপত্তা পরিষদের সব সদস্যের সম্মতিতে প্রস্তাবটি পাশ হয়। প্রস্তাবের খসড়াটি উপস্থাপন করেছিল ব্রিটেন ও জর্দান।

হুতি বিদ্রোহীরা ২০ জানুয়ারি রাজধানী সানায় ব্যাপক অভিযান চালিয়ে প্রেসিডেন্টের প্রাসাদ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ভবন দখল করে নেয়। এর পরপরই দেশটির প্রেসিডেন্টসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা পদত্যাগ করেন। এর ফলে দেশটিতে ক্ষমতার শূন্যতা সৃষ্টি হয়। গত ৬ ফেব্রুয়ারি বিদ্রোহীরা সংসদ ভেঙ্গে দিয়ে নতুন প্রেসিডেন্সিয়াল কাউন্সিল ঘোষণা করে।

হুতিরা অবৈধভাবে ইয়েমেনের ক্ষমতা দখল করে আছে দাবি করে আরব দেশগুলি তাদের বিরুদ্ধে সেনা অভিযান চালাতে চাপ দিচ্ছে । জাতিসংঘের প্রস্তাবে হুতিদের অতিসত্বর সরকারি ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ওপর থেকে নিঃশর্ত ভাবে নিয়ন্ত্রণ প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে। প্রস্তাবে পদত্যাগ করা প্রেসিডেন্ট মানসুর হাদি ও তার মন্ত্রিসভার সদস্যদের গৃহবন্দিদশা থেকে মুক্তি দেয়ার দাবিও জানানো হয়।

তবে জাতিসংঘে পাস হওয়া ওই প্রস্তাব অনুযায়ী হুতিদের রাজধানী সানা ছাড়া বাধ্যতামূলক নয়। কারণ প্রস্তাবটি জাতিসংঘ সনদের ৭ ধারা অনুসারে গৃহীত হয়নি। এ কারণে হুতিরা এ প্রস্তাব না মানলে কোনো সামরিক অভিযান চালাবে না জাতিসংঘ।

হুতিদের মুখপাত্র মহম্মদ আবদুল সালাম বলেন, হুমকির মুখে হুতিরা রাজধানী ছেড়ে চলে যেতে পারেন না।



মন্তব্য চালু নেই