সবচেয়ে কম বয়সে নোবেলজয়ী মালালা

শুক্রবার নোবেল কমিটি শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করেছেন। পাকিস্তানের শিক্ষাকর্মী মালালা ইউসুফজাই ও ভারতের শিশু অধিকার কর্মী কৈলাশ সত্যার্থীকে দেয়া হয় এই পুরস্কার।
এই পুরস্কার অর্জনের মধ্য দিয়ে এখন অবধি নোবেল জয়ীদের মধ্যে সবচেয়ে কমবয়সে নোবেল জয়ের খেতাব অর্জন করলেন মালালা ইউসুফজাই। তার বয়স মাত্র ১৭ বছর।
এর আগে ১৯১৫ সালে ২৫ বছর বয়সে পদার্থবিদ্যায় নোবেল জিতেছিলেন অস্ট্রেলিয় বংশোদ্ভূত ব্রিটিশ পদার্থবিজ্ঞানী স্যার উইলিয়াম লরেন্স ব্রেগ। তিনিও অবশ্য যৌথভাবে পুরস্কার জিতেছিলেন। পদার্থবিদ বাবা উইলিয়াম হেনরি ব্র্যাগের সঙ্গে যৌথভাবে লরেন্স এই পুরস্কার পান ১৯১৫ সালে।
এরপর এই তালিকায় রয়েছেন জার্মানির ওয়ার্নার কার্ল হেইনসেনবার্গ। তিনি ১৯৩২ সালে ৩১ বছর বয়সে পদার্থবিজ্ঞানে নোবেল পান। চতুর্থ কনিষ্ঠ ব্যক্তি হিসেবে ১৯০৭ সালে ৪২ বছর বয়সে সাহিত্যে নোবেল পান ব্রিটেনের বিশিষ্ট লেখক রুডইয়ার্ড কিপলিং।



মন্তব্য চালু নেই