শ্রমিক-মালিক সংঘর্ষে গুলিবিদ্ধ ২০

হবিগঞ্জের নবীগঞ্জের ইমামবাড়ি বাজারে সিএনজি অটোরিকশা শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের দফায় দাফায় সংঘর্ষে ২০ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় ২৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে সিএনজি অটোরিকশার মালিক ফরহাদ মিয়ার সঙ্গে চালক আহম্মদ মিয়ার ভাড়া নিয়ে ঝগড়া হয়।এর জের ধরে চালক ও মালিকপক্ষের সঙ্গে দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে শ্রমিকরা। দুই ঘণ্টাব্যপী সংঘর্ষে ২০ জন গুলিবিদ্ধসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৭১ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।



মন্তব্য চালু নেই