শাঁখারিবাজার ও মোহাম্মদপুরে ধাওয়া-পাল্টা ধাওয়া

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শাঁখারিবাজারের কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্রে মঙ্গলবার দুপুর ১২টার দিকে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এখন পর্যন্ত বিবদমান পক্ষের পরিচয় জানা যায়নি।

এদিকে মোহাম্মদপুর ৩১ নম্বর ওয়ার্ডে সকালে স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থীর সমর্থক শফিকুল ইসলাম সেন্টুকে ধাওয়া দিয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইমতিয়াজ খান বাবুলের লোকজন।

ঘটনাস্থল থেকে প্রতিবেদক জানান, বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।

সেন্টু ৩১ নম্বর ওয়ার্ডের বেঙ্গলী মিডিয়াম হাই স্কুল ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ দেখতে গেলে বাবুলের লোকজন তাকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে সেন্টু সেখান থেকে চলে যাওয়ার পর পাল্টা হামলা চালায় সেন্টুর লোকজন। দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ভোটাররা ভোট না দিয়েই চলে যান।

পরে পুলিশ ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে সকালে মোহাম্মদপুরে কাদেরিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী সলিমুল্লাহ সলু ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রতনের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

এর পর দুপুর সাড়ে ১২টায় কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্রের ভেতরে দুটি ককটেল বিস্ফরোণ ঘটে।



মন্তব্য চালু নেই