‘যারা বাবাকে খুন করতে চেয়েছিল, তাদের কোলেই ছেলে?’ প্রশ্ন তুললেন মোদী

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও সমাজবাদী পার্টির জোটকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজবাদী পার্টির মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদবের কেন্দ্র কণৌজের এক জনসভা থেকে মোদী ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘কংগ্রেস-সপার জোট আপনাদের স্বপ্ন ভেঙে দেবে।’

এই প্রসঙ্গেই তিনি ১৯৮৪ সালের একটি ঘটনার কথা উল্লেখ করেন। ‘আমি জানতে চাই অখিলেশ কী ভাবে মুলায়ম সিংহ যাদবের উপর কংগ্রেসের হামলার কথা ভুলে গেলেন। বাবাকে যারা খুন করতে চেয়েছিল, তাদের সঙ্গে বন্ধুত্ব করার থেকে লজ্জার আর কী হতে পারে? এদের ক্ষমা করা যায় না।’

মোদী বলেন, ‘রাজনীতি কী এতটাই নিচে নেমে গেছে যে, ক্ষমতার মোহে এরকমও কেউ করতে পারে?’

মুলায়মের উপর হামলার ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিধান পরিষদে তৎকালীঁণ বিরোধী দলনেতা মুলায়মের আক্রমণে ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল কংগ্রেস। তাই ১৯৮৪ সালের ৪ মার্চ কংগ্রেস মুলায়মের উপরে গুলি চালায়। মুলায়ম যদিও বেঁচে যান। আমি অখিলেশকে বলতে চাই, কংগ্রেসের কোলে বসার আগে তাঁর এই ঘটনার কথা স্মরণ করা উচিত ছিল।’

উল্লেখ্য, ১৯৮৪ সালের এই ঘটনায় একজন কংগ্রেস নেতার নাম জড়িয়ে গিয়েছিল।



মন্তব্য চালু নেই