মসজিদ কোনও ধর্মীয় স্থান নয়: বিজেপি নেতা সুব্রামনিয়াম

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা সুব্রামনিয়াম স্বামী বলেছেন, মসজিদ কোনও ধর্মীয় স্থান নয়, তাই ইচ্ছা হলে গুঁড়িয়ে দেওয়াই যায়। শুক্রবার গুয়াহাটিতে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এসে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর বরাত দিয়ে তিনি এ কথা বলেন। যারা তার এ মতের সঙ্গে এক মত নয় তাদেরকে বিতর্কেরও আহ্বান জানিয়েছেন বিজেপির এই নেতা।
এ মন্তব্যের জের ধরে আসামে ব্যাপক বিক্ষোভ করেছে মুসলমান ধর্মাবলম্বীরা। এছাড়া সুব্রামনিয়াম স্বামীর বিরদ্ধে মামলাও দায়ের করেছে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি (কেএমএসএস) নামের একটি সংগঠন।
সংগঠনটির দাবি, আসামের সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির চেষ্টা করছেন সুব্রানিয়াম স্বামী।
কেএমএসএসের সভাপতি অখিল গোগোই বিজেপি নেতার এ বক্তব্যের নিন্দা জানিয়েছেন এবং আসামে সুব্রামনিয়ামের প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
আসামের মুখ্যমন্ত্রী তরুণ গোগোইও সুব্রামনিয়াম স্বামীর বক্তব্যের নিন্দা জানিয়েছেন।



মন্তব্য চালু নেই