উত্তরের বিজয়ী কাউন্সিলর প্রার্থীরা

ঢাকা সিটি করপোরেশন (উত্তর ও দক্ষিণ) এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জয়লাভ করেছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক।

উত্তরে সাধারণ ওয়ার্ডের সংখ্যা ৩৬ এবং সংরক্ষিত নারী ওয়ার্ডের সংখ্যা ১২টি।

উত্তরে যে সকল প্রার্থীরা কাউন্সিলর পদে জয়লাভ করেছেন তারা হলেন- মো. আফসার উদ্দিন-১, মো. সাজ্জাদ হোসেন-২, কাজী জহিরুল ইসলাম-৩, শামীম হাসান-২৬, ফরিদুর রহমান খান ইরান-২৭, হাবিবুর রহমান-৩২, তারেকুজ্জামান তারেক-৩৩, আবু তাহের খান-৩৪, আবু তাহের-১০, দেওয়ান আব্দুল মান্নান-১১, আব্দুর রউফ-৫, আবুল হোসেন-৯, জিন্নাত আলী-১৭, মো. জাকির হোসেন-১৮, মোস্তাক আহমেদ-২৩, মো. শফিউল্লাহ-২৪, শেখ মুজিবুর রহমান-২৫, মো. ফোরকান হোসেন-২৮, মো. নুরুল ইসলাম-২৯, আবুল হোসেন হাসু-৩০, মো. শফিকুল ইসলাম-৩১, মো. মফিজুর রহমান-১৯, মো. নাসির-২০, মো. ওসমান গনি-২১, মো. লিয়াকত আলী-২২, ফয়জুল মনির-৩৫, তৈমুর রেজা-৩৬ ও মো. ইকবাল হোসেন তিতু-১২।

সংরক্ষিত মহিলা কাউন্সিলররা হলেন- শাহনাজ পারভীন, আলেয়া সরোয়ার ডেইজী, সালমা কামাল, খালেদা বাহার বিউটি, নাজমুন নাহার হেলেন, শামীমা রহমান, কাউসার জাহান, মেহেরুন্নেছা হক পিঞ্জর, রাজিয়া সুলতানা ইতি, রশিদা আক্তার ঝরনা।



মন্তব্য চালু নেই