নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ১৫
নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। রোববার উত্তর-পূর্ব শহর দামাতুরুতে এ ঘটনা ঘটে। এখনও কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
রোববার সকাল সাড়ে নয়টার দিকে ইয়োবি প্রদেশের দামাতুরুর ব্যস্ততম এক মার্কেটে এক নারী আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়।
পুলিশের মুখপাত্র টয়িন গিবাডিজাইন বলেন, ‘অন্ততঃ ১৫ জনের সুনিশ্চিত মৃত্যু হয়েছে এবং আরও মৃতদেহ হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।’
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলায় অন্ততঃ ৫০ জন আহত হয়েছে। এখনও পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে চরমপন্থি সংগঠন বোকো হারামই এ কাজ করেছে। কারণ নাইজেরিয়াতে বোকো হারামই এ ধরণের হামলা চালিয়ে থাকে।
মাত্র ছয়দিন আগে একই শহরের একটি তল্লাশিচৌকিতে হামলা চালিয়ে তিন পুলিশ সদস্যকে হত্যা করেছিল বোকো হারাম। এর আগে চলতি মাসের শুরুর দিকে ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য জড়ো হওয়া মুসল্লিদের মধ্যে এক নারী আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটালে অন্ততঃ নয়জন নিহত হয়।
মন্তব্য চালু নেই