ডাইনী সন্দেহে বৃদ্ধাকে নগ্ন করে শিরোচ্ছেদ
ভারতের আসাম রাজ্যের আদিবাসীদের একটি গ্রামে ডাইনী সন্দেহে এক বৃদ্ধাকে নগ্ন করে শিরোচ্ছেদ করা হয়েছে।
পুলিশের স্থানীয় এক কর্মকর্তা সামাদ হুসেন বিবিসিকে বলেন, রাজ্যের সোনিতপুর জেলার ঐ গ্রামে গত কিছুদিন ধরে অসুখ বিশুখ ছড়িয়ে পড়ছিল, এবং তার জন্য গ্রামবাসীরা ৬৩ বছরের পুরনি ওরাংকে দায়ী করা শুরু করে।
হত্যাকাণ্ডের জন্য পুলিশ দুজন মহিলা সহ সাতজনকে আটক করেছে।
আসামে অনেক আদিবাসী সমাজে এবং চা শ্রমিকদের মধ্যে মহিলাদের ডাইনী হিসাবে সন্দেহ করার চল রয়েছে।
গত বছর অক্টোবর মাসে, দেবযানী বোরা নামে ভারতের জাতীয় পর্যায়ের অ্যাথলেটকে ডাইনী হিসাবে অভিযুক্ত তাকে বেদম মারধর করা হয়।
রাজ্য পুলিশের দেওয়া হিসাবে, গত ছ বছরে ডাইনী সন্দেহে আসামে ৯০ জনকে হয় মাথা কেটে না হয় জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে। এদের সিংহভাগই মহিলা।
কুসংস্কারই এসব হত্যাকাণ্ডের পেছনে প্রধান কারণ, তবে অনেক সময় বিধবা মহিলাদের সম্পত্তি হাতিয়ে নিতে পরিকল্পিতভাবে তাদের ডাইনী হিসাবে অভিযুক্ত করার নজিরও রয়েছে।
মন্তব্য চালু নেই