হাসপাতালে ভর্তি পেলে

কিংবদন্তি ফুটবলার পেলেকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রাজিলের সর্বকালের সেরা এই ফুটবলার মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে পেলেকে শনিবার রাতে ভর্তি করা হয়। তবে চিকিৎসকের তত্ত্বাবধানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ৭৪ বছর বয়সি পেলে। চলতি সপ্তাহের শেষ দিকে হাসপাতাল ছাড়তে পারেন তিনি।

আট মাস আগেও হাসপাতালে ভর্তি হয়ে মূত্রনালির সংক্রমণের চিকিৎসা নেন পেলে। এর আগে তার কিডনিতে পাথর ধরা পরে। অস্ত্রোপচার করে তখন কিডনি থেকে পাথর সরানো হয়। এর কয়েক মাস পরেই আবারও তার শরীরে অস্ত্রোপচার করানো হয়। প্রস্টেট অস্ত্রোপচারের দুই মাস পরই আবারও হাসপাতালে ভর্তি হতে হলো তাকে।

সর্বকালের সেরা এই ফুটবলার ২১ বছরের ক্যারিয়ারে ১৩৬৩ ম্যাচে ১২৮১ গোল করেন। ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপ জয় করেন পেলে। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে বিশ্বকাপ জেতেন বিশ্বসেরা এই তারকা। ১৯৭০ বিশ্বকাপের সেরা ফুটবলারও নির্বাচিত হন তিনি।



মন্তব্য চালু নেই