ডাইনি সন্দেহে বৃদ্ধাকে প্রহার

পশ্চিমবঙ্গের পুরুলিয়ার এক গ্রামে ডাইনি সন্দেহে এক বৃদ্ধাকে প্রহার করেছে গ্রামের মাতবর শ্রেনি। রাশি টুডু নামের ওই বৃদ্ধা বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার আদিবাসী অধ্যুষিত রাঙা গ্রামে রোববার এই ঘটা ঘটে। বৃদ্ধা একজন ডাইনি এই অভিযোগ এনে গ্রামে প্রথমে সালিশ বসানো হয়। সালিশে বৃদ্ধাকে অভিযুক্ত করে আর্থিক জরিমানা করা হয়। কিন্তু জরিমানা সত্ত্বেও বৃদ্ধাকে গ্রামের মাতবররা রাশি টুডুকে সবার সামনে পিটিয়ে হাত ও পা বেধে গ্রামের রাস্তায় ঘোরায়।

পুরুলিয়া পুলিশ মুখপাত্র নীলকান্ত সুধীরকুমার জানান, ‘তদন্ত শুরু হয়ে গেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে।’

উল্লেখ্য, পুরুলিয়ায় ডাইনি অপবাদ দিয়ে এর আগেও কয়েকজনের উপর অত্যাচার চালানো হয়। রাশিদেবি তেমনি একজন যার উপর গ্রামের প্রধান কর্তাব্যাক্তিরা ডাইনি অপবাদ দিয়ে অত্যাচার করে। বর্তমানে রাশিদেবি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।



মন্তব্য চালু নেই