বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

রাজধানীর সায়েদাবাদ এলাকায় বাসের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুর রাজ্জাক (৫০)। পেশায় ভ্যানচালক হলেও তিনি বিভিন্ন বাসার সামনে তরকারি বিক্রি করতেন। এঘটনায় একজন আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। আব্দুর রাজ্জাকের গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। তিনি সবুজবাগের পানির ট্যাঙ্কের পাশে থাকতেন।

আব্দুর রাজ্জাকের স্ত্রী মাজেদা বেগম জানান, সকালে তারা দুজন বাসা থেকে যাত্রাবাড়ী এলাকায় সবজি কেনার জন্য যাচ্ছিলেন। এসময় একটি বাস তাদের সজোরে ধাক্কা দিলে রাজ্জাক ও ইমরান নামে আরও একজন আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ৮টায় রাজ্জাককে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার এসআই মমিন জানান, বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।



মন্তব্য চালু নেই