সৌদি যুবরাজ প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী সাউদ মারা গেছেন

সৌদি যুবরাজ ও দেশটির প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী সাউদ আল-ফাইসাল ইন্তেকাল করেছেন। বিশ্বে সবচেয়ে বেশি সময় ধরে (৪০ বছর) পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার রেকর্ড গড়েন তিনি। দুই মাস আগে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে তিনি পদত্যাগ করেন।

সৌদি আরব সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাউদ আল-ফাইসাল বৃহস্পতিবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

আলজাজিরা অনলাইনের এক খবরে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

১৯৭৫ সালে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনিত হন সাউদ। তিনি বাদশা ফাইসালের ছেলে। দীর্ঘ ৪০ বছর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার পর চলতি বছরের ২৯ এপ্রিল তিনি পদত্যাগ করেন। তার স্থলাভিসিক্ত হয়েছেন আদেল আল-জুবায়ের।

১৯৭০ ও ১৯৮০-এর দশকে আবর ও ইসরায়েলের মধ্যে বিরোধ নিষ্পত্তিতে গুরুত্ব এবং আরবদের স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাউদ আল-ফাইসাল। এরপর ১৯৯০-এর দশকে ইরাক ও কুয়েতের মধ্যকার যুদ্ধ বন্ধে তিনি মধ্যস্থাকারী হিসেবে কাজ করেন। তবে ইরাকে যুক্তরাষ্ট্রের হামলা ও এরপরে পরিবর্তিত মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তার শান্তি প্রচেষ্টার উদ্যোগ সে অর্থে সফল হয়নি।



মন্তব্য চালু নেই