ইফতারি খেয়ে ৪৫ আইএস কর্মীর মৃত্যু

সম্প্রতি রোজা ভেঙে ইফতারি খেয়ে মারা গেছেন সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেটের ৪৫ কর্মী। কুর্দি ডেমোক্রেটিক পার্টির এক মুখপাত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আরব নিউজ।

ইরাকের মসুলে ইফতার করতে বসেছিলেন ১৪৫ জন আইএস কর্মী। খাওয়া শেষে এদের মধ্যে একশ জন বেঁচে আছেন। মারা গেছেন বাকি ৪৫ জন। তবে ইফতারে বিষ আসলো কীভাবে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

আইএস জঙ্গিদের বিষক্রিয়ায় মারা যাওয়ার এটিই প্রথম ঘটনা নয়। গত নভেম্বরেও খাদ্যে বিষ ক্রিয়ায় মারা গিয়েছিল বেশ কয়েকজন জঙ্গি। সিরিয়ার প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী গোষ্ঠী ‘ফ্রি সিরিয়ান আর্মি’র সদস্যরা আইএসের তাঁবুতে ঢুকে তাদের খাবারে বিষ দিয়েছিল বলে জানা যায়। এ ঘটনায় তখন কয়েক ডজন আইএস কর্মী প্রাণ হারিয়েছিল।



মন্তব্য চালু নেই