ব্রিটিশ রাজ পরিবারে অনুষ্ঠিত হচ্ছে প্রিন্সেস শার্লটের খ্রিস্টীয় নামকরণ
ব্রিটিশ রাজ পরিবারে সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে প্রিন্সেস শার্লটের খ্রিস্টীয় নামকরণ। এই কন্যাসন্তানের ধর্মীয় বাবা-মা হিসেবে পাঁচজনকে বাছাই করেছে যুবরাজ ও যুবরানী। প্রিন্স উইলিয়ামের কাজিন লরা ফলো’স, ক্যাথরিনের কাজিন অ্যাডাম মিডলটন ও থমাস স্ট্রবেনজি রয়েছেন সেই পাঁচজনের মধ্যে।
সান্দ্রিংহাম-এ অনুষ্ঠিত হবে এই নামকরণ অনুষ্ঠান। উপস্থিত থাকবেন রানী ও রাজ পরিবারের সব সদস্যরা। আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন ওয়েলসের যুবরাজ, কর্নওয়ালের যুবরানী, ক্যাথরিনের আত্মীয়রা। চার্চ চত্বরের বাইরে থেকে রাজ পরিবারের সদস্যদের আনাগোনা দেখতে পাবেন সাধারণ মানুষ।
সূত্র: কলকাতা
মন্তব্য চালু নেই