মোদি-শরিফ বৈঠকে বসবেন রাশিয়ায়
কদিকে রবিবার যখন সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠল পাকিস্তানের বিরুদ্ধে, তখনই প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়ে দিল, আগামী ১০ জুন রাশিয়ায় অনুষ্ঠিত সাংঘাই কো-অপারেশন অর্গানাইজেশন মিট-এ যোগ দিয়ে মোদি ও শরিফ আলাদা করে বৈঠকে বসবেন। জানা গিয়েছে, পবিত্র রমজান মাসের শুরুতেই নরেন্দ্র মোদি নিজেই নওয়াজ শরিফকে শুভেচ্ছা জানিয়ে ফোন করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ গলাতে উদ্যোগ নেন।
মিয়ানমারে ভারতের হট পারস্যুট-এর পরই কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোরের মন্তব্যের জেরে তিক্ত হয় দুই দেশের সম্পর্ক। ভারতকে হুঁশিয়ারি দেয় পাকিস্তান। তাই এখনই দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু হওয়ার কোনো ইঙ্গিত মেলেনি। কারণ, চলতি সপ্তাহের এই বৈঠকের বিষয়ে মুখ খুলতে রাজি হচ্ছেন না কোনো পক্ষই। এই নিয়ে দ্বিতীয়বার কোনো দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছেন তাঁরা।
মন্তব্য চালু নেই