চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৮
চীনে দাহ্য তরল পদার্থ বহনকারী লরির সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৩৮ জন নিহত হয়েছে। শনিবার চীনের দক্ষিণাঞ্চলীয় ইউনান প্রদেশে এ ঘটনা ঘটে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, দাহ্য তরল বহনকারী লরিটি যাত্রীবাহী বাসের পেছন থেকে ধাক্কা দেয়। এতে লরিটিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুন আশপাশের অন্য তিনটি যানবাহনেও ছড়িয়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত সংবাদে দেখা যায়, দুটি যানবাহনই আংশিকভাবে পুড়ে গেছে। যাত্রীরাও রাস্তার বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
মন্তব্য চালু নেই