কাশ্মীরী নারীর বস্ত্রহরণ
ভারতে এবার যৌন হয়রানীর শিকার হয়েছেন এক কাশ্মীরী নারী। চলতি সপ্তাহের গোড়ার দিকে জম্মু-কাশ্মীর রাজ্যের উধামপুর জেলায় পাঁচ দুর্বৃত্ত মিলে প্রকাশ্য দিবালোকে ওই নারীর পোশাক খুলে নেয়। তারা ওই ঘটনার ভিডিও করে হোয়াটসআপে ছেড়ে দিয়েছে বলেও জানা গেছে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ঘটনার দিন জেলার জাগান্নো এলাকায় এক পরুষ বন্ধুর মোটর সাইকেলে করে যাচ্ছিলেন ওই নারী। পথে পাঁচ যুবক তাদের গতিরোধ করে। তারা সাইকেল থেকে ওই নারীকে নামিয়ে আনে এবং তার সঙ্গে অশালীন আচরণ করতে শুরু করে। এতে প্রতিবাদ করলে তারা তার পোশাক খুলে ফেলে। তাদের নির্যাতন থেকে রেহাই পাননি তার সঙ্গীটিও।
ভিডিওতে দেখা যায়, ওই নারী বারবার তাকে ছেড়ে দেয়ার জন্য মিনতি করছেন। আর দুর্বৃত্তরা লাঠি হাতে তাকে শাসাচ্ছে এবং অশালীন মন্তব্য করছে।
পরে এ ঘটনায় মামলা দায়ের করেছেন ওই নারী। ওই নারীর বস্ত্রহরণের সঙ্গে জড়িত থাকার সন্দেহেেইতিমধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
মন্তব্য চালু নেই