ক্যামেরনের ‘সেক্স টেপ’ আসছে

একটি আমেরিকান কমেডি ফিল্ম আসছে। আর সে ফিল্মের নাম ‘সেক্স টেপ’। যে ছবির নামই ‘সেক্স টেপ’, সে ছবিতে কতটুকু শরীর প্রদর্শণ করা হবে, এ নিয়ে সবার মধ্যে কৌতুহল সৃষ্টি হয়েছে।

এ ছবির যখন শুটিং শুরু হয় তখন থেকেই চলছে জল্পনা। সম্প্রতি ছবির নায়িকা ক্যামেরন ডিয়াজ ঘোষণা করেছেন, সমপ্রেমে আসক্তি নেই। আর তাতেই আগুনে ঘি পড়ার মতো অবস্থা।

পুরোদস্তুর কমেডি সিনেমাটির পরিচালক ‘ব্যাড টিচার’ খ্যাত জ্যাক কাসডান। ছবিটিতে অভিনয় করেছেন ক্যামেরন ডিয়াজ ও জেসন সেগেল।

আগামী ১৮ জুলাই ছবিটি মুক্তি পাবে।



মন্তব্য চালু নেই