তিন নম্বর স্বামীকে দ্বিতীয়বার ডিভোর্স দিচ্ছেন পামেলা অ্যান্ডারসন

ফের বিবাহ বিচ্ছেদের আবেদন পামেলা অ্যান্ডারসনের।টম লি, কিড রকের পর তিন নম্বর স্বামী, পোকার খেলোয়াড় রিক সলোমনকে আবার ছাড়তে চলেছেন পামেলা।সেজন্যই ডিভোর্সের আবেদন এই নিয়ে দ্বিতীয়বার তাঁকে ডিভোর্স দিতে চলেছেন পামেলা।টিএমজেড ডট কম জানাচ্ছে, ২০০৭ সালে সলোমনকে বিয়ে করেন তিনি কিন্তু মাত্র দু মাসের মধ্যেই সেই বিয়ে ভেঙে দেন ৪৭ বছর বয়সি প্রাক্তন ‘বেওয়াচ’ স্টার।কিন্তু ফের তাঁরই হাত ধরেন গত জানুয়ারিতে।পামেলাই জানিয়েছিলেন, অক্টোবর থেকে সলোমনের সঙ্গে আবার তাঁর যোগাযোগ শুরু হয়েছে।অর্থাত ৬ মাসের মধ্যেই আবার তাঁকে বিদায় দিচ্ছেন তিনি।

গত মঙ্গলবারই সলোমন পোকার বিগ ওয়ান ফর ওয়ান ড্রপ-এর বিশ্ব সিরিজে ২৮ লক্ষ মার্কিন ডলার জিতেছেন।পামেলা তাঁকে ডিভোর্সের আবেদন করেছেন বৃহস্পতিবার, ৩ জুলাই।।তাই কোনও প্রাক-বিবাহ বোঝপড়া না হয়ে থাকলে সংশ্লিষ্ট কমিউনিটি সম্পত্তি আইনে সলোমনের পাওয়া ওই অর্থের অর্ধেক প্রাপ্য পামেলার।

কিন্তু কেন এত দ্রুত সম্পর্ক চুকিয়ে দেওয়া? পামেলা আবেদনে উল্লেখ করেছেন, তাঁদের মধ্যে এমন ব্যবধান তৈরি হয়েছে যা ঘোচার নয়।

তাঁর প্রতিনিধি এক বিবৃতিতে বলেছেন, মিডিয়াকে আবেদন, পামেলা ও তাঁর পরিবারের গোপনীয়তা রক্ষার অধিকারকে মর্যাদা দিন।



মন্তব্য চালু নেই