নারীদের নিয়ে মন্তব্যে নোবেলজয়ী বিজ্ঞানীর পদত্যাগ
নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় অনারারি প্রফেসরের পদ থেকে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের নোবেলজয়ী একজন বিজ্ঞানী।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনে (ইউসিএল) লাইফ সায়েন্স অনুষদে কর্মরত ছিলেন জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার টিম হান্ট। তিনি রয়েল সোসাইটির একজন ফেলো।
বিবিসি অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
একটি আন্তর্জাতিক সম্মেলনে স্যার টিম হান্ট বলেন, নারীদের সামলোচনা করলে তারা ল্যাবরেটরিতে ‘কেঁদে ফেলে’ এবং কোনো এক পর্যায়ে তারা সহকর্মীদের ‘প্রেমে পড়ে যায়’।
স্যার টিম হান্ট বিবিসিকে বলেছেন, তিনি এই মন্তব্য করেছেন। তবে সত্যিই তিনি এখন দুঃখিত।
আবেগী সম্পৃক্ততা
বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইউসিএল নিশ্চিত করছে, ৯ জুন বিজ্ঞানের সাংবাদিকদের নিয়ে আয়োজিত বিশ্ব সম্মেলনে নারীদের নিয়ে মন্তব্য করায় স্যার টিম কুক লাইফ সায়েন্স ফ্যাকাল্টিতে তার অনারারি পদ থেকে পদত্যাগ করেছেন।’
‘ইউসিএল ইংল্যান্ডের প্রথম বিশ্ববিদ্যালয়, যেখানে নারী ও পুরুষ শিক্ষার্থীদের একই অভিধায় (টার্ম) অভিহিত করা হয়। কিন্তু লিঙ্গ সমতার ক্ষেত্রে এই পরিস্থিতি আমাদের বিশ্বাসের পরিপন্থি।’
উল্লেখ্য, ২০০১ সালে ফিজিওলজিতে (শরীরবৃত্তি) বিশেষ অবদান রাখায় নোবেল পুরস্কার পান স্যার রিচার্ড টিমোথি। তবে ডাক নাম টিম হান্ট নামেই তিনি বিশ্ব জুড়ে পরিচিত।
মন্তব্য চালু নেই