দ. কোরিয়ায় মার্স ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৬

দক্ষিণ কোরিয়ায় মিডল ইস্ট রেসপাইরেটরি সিনড্রোম সংক্ষেপে মার্স ভাইরাসে আরো একজন মারা গেছে। এ নিয়ে এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ছ’য়ে গিয়ে দাঁড়ালো।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে সোমবার সকালে সিউলে মার্স আক্রান্ত ৮০ বছরের এক বৃদ্ধ মারা গেছেন। এর আগে শনিবার সিউল হাসপাতালে মারা যান ৭৫ বছরের এক বৃদ্ধ। সবমিলিয়ে এই ভাইরাসে ছয় জন মারা গেল।

এছাড়া রোববার আরো ২৩ জন মার্সে আক্রান্ত হয়েছে বলেও খবর পাওয়া গেছে। এ নিয়ে দেশটিতে মোট ৮৭ জন এতে আক্রান্ত হল। মধ্যপ্রাচ্যের বাইরে মার্সের এটিই সবচেয়ে বড় প্রাদুর্ভাবের ঘটনা।

এদিকে মার্স ঠেকাতে দক্ষিণ কোরিয়ায় প্রায় দুই হাজার স্কুল বন্ধ করে দেয়া হয়েছে।



মন্তব্য চালু নেই