হিজাব পরায় ব্রিটিশ নারী প্রহৃত !
ইংল্যান্ডে হিজাব পরিধান করায় এক মুসলমান নারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। গত সপ্তাহে দক্ষিণ লন্ডনে ওই নারী স্কুল থেকে তার সন্তানদের আনতে গেলে বেশ কয়েকজন ব্রিটিশ নারী তার ওপর হামলা চালায়। ‘বর্ণবিদ্বেষের’ এ ঘটনা তদন্তে নেমেছে এবং অভিযুক্তদের মধ্য থেকে দুজনকে আটক করা হয়েছে।
ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, গত সপ্তাহে ওই মুসলিম হেটে দক্ষিণ লন্ডনের ইসলামিক প্রাইমারি স্কুল থেকে তার দুই সন্তানকে আনতে যাচ্ছিলেন। এসময় তিনি হিজাব পরিহিত ছিলেন। এসময় তিন নারী তাকে জিজ্ঞেস করেন হিজাব পরিধান করলে তাকে যৌনাবেদনময়ী লাগে কিনা। এসময় ওই নারী চিৎকার শুরু করলে তিন ব্রিটিশ নারী তার হিজাব খুলে ফেলে ও ঘুষি মারে। এ সময় আশেপাশের লোকজনের হস্তক্ষেপে উদ্ধার পান ওই নারী। তবে আঘাত গুরুতর না হওয়ায় তাকে হাসপাতালে যেতে হয়নি।
মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জানান, দুই সন্দেহভাজনকে চিহিৃত ও গ্রেপ্তার করা হয়েছে। এদের একজনের বয়স ৩৫ ও অপরজনের ১৮। তাদের বিরুদ্ধে হামলা ও বর্ণবিদ্বেষের উত্তাপ ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। এ ঘটনার আরও তদন্ত করা হয়েছে।
মন্তব্য চালু নেই