চীনে জাহাজডুবি : এখনো নিখোঁজ ৪৩৭
সোমবার রাতে চীনের ইয়াংতজে নদীতে জাহাজ ডুবে ৪৫৮ আরোহী নিখোঁজ হওয়ার পর এ পর্যন্ত সন্ধান মিলেছে মাত্র ২১ জনের। ১৪ জনকে জীবিত আর সাতজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
রয়টার্স অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
উদ্ধার হওয়া ক্যাপ্টেন জানান, হঠাৎ ঝোড়ো বাসাতে উল্টে গিয়ে ডুবে যায় জাহাজটি। এর অধিকাংশ যাত্রী ছিলেন ৫০ থেকে ৮০ বছর বয়সি। সঙ্গে ক্রু ও কয়েকজন ট্রাভেল এজেন্সির কর্মী। প্রমোদ বিহারে ছিলেন যাত্রীরা।
চীনের প্রধানমন্ত্রী লি কেছিয়াং জানিয়েছেন, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে ২০০ ডুবুরির একটি দল কাজ করে যাচ্ছে। এ ঘটনা তদন্তের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।
চীনের ইতিহাসে ৭০ বছরের মধ্যে এটি সবচেয়ে বড় জাহাজডুবির ঘটনা। দক্ষিণ কোরিয়ায় ২০১৪ সালে ফেরিডুবিতে ৩০৪ জন নিহত হওয়ার ঘটনার চেয়েও এটি আরো খারাপ হতে পারে। কারণ নিখোঁজ ৪৩৭ জনের ভাগ্যে কী হয়েছে, তা এখনো পরিষ্কার নয়।
উদ্ধার তৎপরতার কিছু দৃশ্য টেলিভিশনে দেখানো হয়েছে। এতে দেখা যাচ্ছে, টেলিভিশন কর্মীরা উল্টে যাওয়া জাহাজের যে পাশটি পানির ওপরে কিছুটা ভেসে আছে, সেখানে দাঁড়িয়ে ফুটেজ নিচ্ছেন এবং ডুবুরিরা তাদের কাজ করে চলেছে।
মন্তব্য চালু নেই