দিল্লি থেকে নিউইয়র্কে তসলিমা

ভারতের নয়াদিল্লিতে নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নেওয়া হয়েছে বলে জানিয়েছে একটি এনজিও।

‘সেন্টার ফর ইনকোয়ারি’ নামের যুক্তরাষ্ট্রের ওই এনজিওটি জানায়, গত ২৫ মে রাতে গোপনীয়তার মধ্য দিয়ে সরকারি ফ্লাট থেকে তসলিমা নাসরিনকে দিল্লি বিমানবন্দরে নেওয়া হয়। ২৭ মে তিনি নিউইয়র্কে পৌঁছান।

ওই এনজিওটি যুক্তরাষ্ট্রে তসলিমার ভরণপোষণের দায়িত্ব নিচ্ছে বলে তারা জানায়।

সম্প্রতি আল-কায়দা সংশ্লিষ্ট আনসার-উল-বাংলা নামের একটি সংগঠন তসলিমা নাসরিনকে ইমেলে প্রাণনাশের হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে বলে সংস্থাটি দাবি করেছে।



মন্তব্য চালু নেই