১৬ বছরের কাশ্মিরী হামিদের এই ছবি দেখে আঁতকে উঠছে ওয়েব বিশ্ব

ওর নাম হামিদ নজির। গত সপ্তাহে ১৬ বছরের হামিদ টিউশন সেরে বাড়ি ফিরছিল। হঠাত্‍ সে পড়ে যায় অশান্তি-বিক্ষোবের মাঝে। হামিদের একদিকে বিক্ষোভকারীরা, অন্যদিকে সেনা-পুলিস। খুব কাছ থেকে ছোঁড়া পেলেটের আঘাতে জখম হয়ে সেখানেই জ্ঞান হারান হামিদ। এরপরেও কয়েকশো বার হামিদের মুখে আঘাত করা হয়। হাসপাতালে নিয়ে গেলে দেখা যায় হামিদ দৃষ্টিশক্তি হারিয়েছে।

সেই হামিদকে নিয়ে আসা হয় দিল্লি এইমস-এ। হামিদের পরিবার স্বপ্ন দেখাচ্ছে ডাক্তাররা তার দৃষ্টিশক্তি ফেরাতে পারবে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে হামিদের এই ছবি ভাইরাল হয়। হামিদের এই ছবি ফের কাঠগড়ায় তুলল পেলেট বন্দুককে। ২০১০ সালে পেলেট বন্দুক আসার পর থেকে এর জন্য ২০০ জন মানুষের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গিয়েছে। বহু দাবির পরেও পেলেট বন্দুককে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি।



মন্তব্য চালু নেই