এহুদ ওলমার্টের কারাদণ্ড
ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টকে আট মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ঘুষ নেওয়া ও বিশ্বাস ভঙ্গের দায়ে তাকে এই দণ্ড দেওয়া হয়েছে।
বিবিসি অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।
মার্চ মাসে ঘুষ নেওয়া মামলার পুনর্বিচারে দোষী সাব্যস্ত হন এহুদ ওলমার্ট। যুক্তরাষ্ট্রের এক ব্যবসায়ীর কাছ থেকে তিনি ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার ঘুষ গ্রহণ করেন। রায়ে তার ছয় বছরের জেল হয়। প্রতিক্রিয়ায় তার আইনজীবী বলেন, তারা রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
ঘুষ গ্রহণের অন্য একটি মামলা চলছিল ওলমার্টের বিরুদ্ধে। সোমবার সেই মামলার রায়ে আট মাসের কারাদ- হয়েছে তার। অর্থাৎ তাকে ছয় বছর আট মাস কারাভোগে যেতে হবে।
২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন এহুদ ওলমার্ট। ঘুষের অভিযোগে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। এতেই তিনি রাজনীতি থেকে ছিটকে পড়েন।
তার পদত্যাগের পরে ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের শান্তি আলোচনার গতি থমকে যায়। একই সঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহুর প্রধানমন্ত্রী হওয়ার পথ পরিষ্কার হয়। নেতানিয়াহু ‘ফিলিস্তিন রাষ্ট্রের’ বিরোধী।
মন্তব্য চালু নেই