উজিরপুরের সাতলায় গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধনকালে সাংসদ ইউনুস:

প্রতিটি গ্রামের প্রতিটি ঘরেই বিদ্যুতের আলোয় আলোকিত করা হবে

প্রতিটি গ্রামের প্রতিটি ঘরেই বিদ্যুতের আলোয় আলোকিত করা হবে, দেশে এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারনেই বিদ্যুৎ সহ সকল সেক্টরেই উন্নয়ন হচ্ছে, দেশের মানুষ আজ দুর্গম জনপদেও বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে জীবন যাপনের আধুনিক মান উন্নয়নের আশা পুরন করছেন, যা শুধুমাত্র আওয়ামীলী সরকারে আছে বলেই এটা সম্ভব হচ্ছে বলে মন্তব্য করেছেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস।

বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের পটিবাড়ী গ্রামে শুক্রবার বেলা ১১ টায় ১১৭ টি পরিবারের মধ্যে নতুন গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সাতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ মালেক মাষ্টারের সভাপতিত্বে ও যুবলীগ নেতা খায়রুল বাসার লিটনের সঞ্চালনায় গ্রাম বিদ্যুতায়ন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও বক্তৃতা করেন বরিশাল পল্লি বিদ্যুৎ সমিতি ২ এর জেনারেল ম্যনেজার প্রকৌশলী হেম চন্দ্র বৈদ্য,উজিরপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল,উপজেলা আ”লীগের সভাপতি এস,এম,জামাল হোসেন, সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু,ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু, অধ্যক্ষ প্রিয়লাল মন্ডল, সাতলা ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন সোহাগ মোল্লা, সাবেক চেয়ারম্যান আঃ খালেক আজাদ,সাংবাদিক নিকুঞ্জ বালা পলাশ,পল্লি বিদ্যুতের ডিজিএম,মোঃ মোবাশ্বের হোসেন,ডিজিএম সদর বিপুল কৃষ্ণ মন্ডল, সহ স্থানিয় আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।

পটিবাড়ী গ্রামের ১১৭ টি পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন কালে সাংসদ ইউনুস আরও বলেন সাতলা ইউনিয়নের এই দুর্গম জনপদে জখন বিদ্যুতের আলোয় গ্রামের সাধারন মানুষ আলোকিত হচ্ছে, বিএনপি জামায়াত জোট তখন দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে একের পর এক পেট্রল বোমা মেরে দেশ ও জাতিকে ধ্বংশ করার পায়তারা চালাতে থাকে,দেশের সকল শ্রেনি পেশার মানুষকে বিএনপি জামায়াত জোটের এই মানুষ খুনের রাজনিতিকে প্রতিরোধ করে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ও উৎপাদনশীল ধারাকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।



মন্তব্য চালু নেই