দুর্ঘটনা থেকে শিশুদের বাঁচানোর ৮ উপায়

বাংলাদেশের মতো অনেক দেশেই সড়ক দুর্ঘটনার হার খুব বেশি৷ দুর্ঘটনায় অনেক শিশুও মারা যায়৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) পথদুর্ঘটনায় শিশু মৃত্যুর হার নিয়ে উদ্বিগ্ন৷ শিশুদের বাঁচানোর কিছু উপায়ও জানিয়েছে সংস্থাটি৷

নজর রাখুন
রাস্তার কাছে কোনো শিশু দেখলে তাঁর দিকে বড়দের নজর রাখা উচিত৷ শিশুরা অবুঝ বলেই অনেক সময় ব্যস্ত রাস্তাও পার হতে যায়৷ এ কারণে অনেক শিশু মারাও যায়৷ ডাব্লিউএইচও বলছে, বড়রা সতর্ক হলে সড়ক দুর্ঘটনা থেকে শিশুদের রক্ষা করা সম্ভব৷

ধীরে চলুন
যানবাহন বেশি দ্রুত চালালে দুর্ঘটনার শঙ্কা বাড়ে৷ তাই নিয়ন্ত্রিত গতিতে চালানো সবার জন্যই মঙ্গলজনক৷ শিশুদের জন্য তা আরো বেশি দরকার৷ দ্রুত চালালে কোনো শিশু যদি হঠাৎ গাড়ির সামনে চলে আসে, চালক চট করে গাড়ি থামাবেন কী করে!

মদ্যপান করে রাস্তায় নয়
মদ্যপান করে গাড়ি চালালে চালক গাড়ির ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন না৷ তাই বিশ্বের প্রায় সব দেশেই মদ্যপান করে গাড়ি চালানো আইনত দণ্ডনীয়৷ তারপরও অনেকেই মাতাল অবস্থাতেও গাড়ি চালান৷ শিশুদের জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবার প্রতি মদ্যপান না করে গাড়ি চালানোর অনুরোধও জানিয়েছে ডাব্লিউএইচও৷

হেলমেটে সুরক্ষা
শুধু মোটর সাইকেলে নয়, শিশুদেরকে বাইসাইকেলেও হেলমেট ব্যবহার করতে বলেছে ডাব্লিউএইচও৷ শিশুদের মাথা বড়দের চেয়ে অনেক নরম৷ তাই সব অবস্থাতেই তাদের ব্যাপারে বাড়তি সতর্কতা অবলম্বন করা দরকার৷

শিশুদের শেখানো
পথে নামলে কী কী দিকে খেয়াল রাখতে হয়, তা শিশু যত তাড়াতাড়ি শিখবে ততই ভালো৷ বিশেষ করে শিশু যেন রাস্তার কোনদিক থেকে যানবাহন আসছে তা দেখতে শেখে এবং রাস্তা ফাঁকা না হলে পার হওয়ার চেষ্টা না করে – এইটুকু সব বাবা-মা, আত্মীয়স্বজনেরই শিশুদের জরুরি ভিত্তিতে শেখানো উচিত৷

সড়কের সার্বিক উন্নয়ন
রাস্তাঘাট ভালো না হলেও দুর্ঘটনার ঝুঁকি বাড়ে৷ তাই রাস্তাঘাট ভালো করাটা দুর্ঘটনার রোধের খুব গুরুত্বপূর্ণ উপায়৷ তাছাড়া প্রতিটি রাস্তায় সতর্কতা সংকেত, রাস্তা পারাপারের চিহ্ন, জেব্রা ক্রসিং – এ সব থাকা জরুরি৷ শিশুদের জন্য চিহ্নগুলো বেশি দরকার, কেননা, ছবি দেখে তারা যেমন সব কিছু দ্রুত শিখতে পারে, সেভাবে নানা রংয়ের সংকেত দেখেও নিজেকে নিরাপদ রাখতে শেখে শিশুরা৷

উপযুক্ত চালক
যানবাহন চালানো খুব দায়িত্বশীল কাজ৷ একজন চালকের ওপর অনেকের জীবন নির্ভরশীল৷ তাই অবশ্যই লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তিকেই যানবাহন চালানোর সুযোগ দিতে বলেছে ডাব্লিউএইচও৷ এর সঙ্গে মানবিক শিক্ষার ওপরও জোর দিতে বলা হয়েছে৷ নিজের জীবনের পাশাপাশি অন্যের জীবনের গুরুত্ব না বুঝলে লাইসেন্সধারী চালকও তো কারো জন্য নিরাপদ নয়!

দ্রুত চিকিৎসা
সড়ক দুর্ঘটনার পর খুব তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করা যায় না বলেও অনেক শিশু মারা যায়৷ তাই রাস্তার কাছেই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা এবং শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতাল বাড়ানোর দিকে প্রতিটি দেশকে নজর দিতে বলেছে ডাব্লিউএইচও৷

সূত্র: ডি ডাব্লিউ



মন্তব্য চালু নেই