আইএসের দ্বিতীয় সর্বোচ্চ নেতা নিহত
ইরাকে মার্কিন বিমান হামলায় চরমপন্থী সুন্নি বিদ্রোহীগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দ্বিতীয় সর্বোচ্চ নেতা নিহত হয়েছেন।
ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, উত্তরাঞ্চলীয় প্রদেশ নিনেভে বিমান হামলায় নিহত হন আইএসের সেকেন্ড ইন কমান্ড আবদুল রহমান মুস্তাফা মোহাম্মদ, যিনি আবু আলা আল আফারি নামেও পরিচিত।
বাংলাদেশ সময় বুধবার রাত ১টা ৩০ মিনিটের দিকে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, নিনেভের তাল আফারের কাছে আল ইয়াধিয়া গ্রামে বিমান হামলা করে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট।
ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তাহসিন ইব্রাহীম বলেছেন, আল ইয়াধিয়া গ্রামের আল শুহাবা মসজিদে ২০-২৫ জন জিহাদির সঙ্গে বৈঠক করছিলেন আইএসের দ্বিতীয় সর্বোচ্চ নেতা আবদুল রহমান।
জেনারেল ইব্রাহীম বলেন, ওই মসজিদে বিমান হামলায় জিহাদিদের সঙ্গে আবদুল রহমানও নিহত হয়েছেন।
তবে বিবিসি বলেছে, কোনো মসজিদে বিমান হামলা করেনি বলে দাবি করেছে মার্কিন সেনাবাহিনী।
সম্প্রতি বেশকিছু সূত্র থেকে বলা হচ্ছিল, অস্থায়ীভাবে আইএসের অভিযান পরিচালনা করছেন আবদুল রহমান মুস্তাফা মোহাম্মদ। যদিও এ তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
ইরাকের বিভিন্ন সূত্র দাবি করেছে, ইরাকে মার্কিন বিমান হামলায় গত মার্চে আইএসের প্রধান নেতা আবু বকর আল বাগদাদি নিহত হয়েছেন। এ তথ্যটি পুরোপুরি নিশ্চিত হতে পারেনি গণমাধ্যমগুলো।
মন্তব্য চালু নেই