চিয়ারলিডারদের ঘরে গভীর রাতে পুলিশ

ভারতের ঘরোয়া টি-টোয়েন্টির জমজমাট আসর আইপিএল। এই আসরকে আরো বেশি জমজমাট করে তোলেন চিয়ারলিডাররা! সাকিব-গেইল-ভিলিয়ার্স-কোহলি-ম্যাক্সওয়েলের প্রতিটি চার-ছক্কায় নেচে ওঠেন তারা। যা কি না আইপিএলের রং আরো বর্ণিল করে তোলে! এমনটাই হয়তো ভাবছেন আসরটির আয়োজকরা।

এদিকে চিয়ারলিডারদেরও বেশ নজরদারিতে রাখে ভারতের পুলিশ। তাই বলে হঠাৎ করেই গভীর রাতে চিয়ারলিডারদের ঘরে হানা দেবে তারা ! ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৩ টার দিকে।

আইপিএলের চেন্নাই-পাঞ্জাব ম্যাচের আগের দিন কিছু পুলিশ ও বেশ কয়েকজন মহিলা পুলিশ রায়পুরে এক হোটেলে গিয়ে চিয়ারলিডারদের জিজ্ঞাসাবাদ করে। এতে রীতিমতো বিরক্ত আইপিএলের এই উল্লাসকারীরা।

গণমাধ্যমের কাছে অভিযোগ করে এক চিয়ারকন্যা বলেন, ‘আমাদের কাছে কাজের অনুমতি রয়েছে। আমরা বলিউডে বিভিন্ন সিনেমায় নাচের দৃশ্যে অভিনয় করছি। কিন্তু এমনভাবে হেনস্তা কোথাও করা হয়নি। এভাবে গভীর রাতে এসে হেনস্তা করা হাস্যকর ও অর্থহীন।’

তিনি আরো বলেন, ‘ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে কথা না বলে আমাদেরকে এভাবে জেরা করার কোনো মানেই হয় না। আমরা প্রচণ্ড ঘাবরে গিয়েছিলাম।’

এদিকে চিয়ারলিডারদের সঙ্গে এমনটা কেন করা হলো- এই প্রশ্নের জবাবে এক পুলিশ বলেন, আমরা রুটিন চেক-আপের জন্যই হোটেলে গিয়েছিলাম। এ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল না।’



মন্তব্য চালু নেই