এভারেস্টের দিকে এগোচ্ছে ভূমিকম্প!

নেপালে গত ২৪ এপ্রিল ভয়াবহ ভূমিকম্পের পর এখনও থেমে থেমে ভূমিকম্পের অনুভূত হচ্ছে। নেপালে আজ দুপুরে ১টা ০৭ মিনিটে আবারও ৭.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। নেপালের সঙ্গে বাংলাদেশ ও ভারতের দিল্লিতেও কম্পন অনুভূত হয়। নেপালের রাজধানী কাঠমুন্ডু এবং এর আশপাশের শহরে অতিরিক্ত কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাউন্ট এভারেস্টের নিকটতম শহর নামছি বাজারে। ভূতাত্ত্বিকদের মতে, উৎপত্তিস্থলে ৭.৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। এভারেস্টের বেস ক্যাম্প থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।

গত মাসে ভূমিকম্প হবার পর থেকে এ পর্যন্ত শতাধিক বার নেপালে কম্পনের অনুভূতি হয়েছে। কিন্তু, আজকের ভূমিকম্পের মাত্রা আগের তুলনায় অনেক বেশি ছিল। প্রথমবার ভূমিকম্পের পর এভারেস্টের উচ্চতা কিছুটা কমে গেছে বলে বিভিন্ন মাধ্যমে জানা যায়। কিন্তু, এখন আস্তে আস্তে ভূমিকম্প এভারেস্টের দিকে এগোচ্ছে। খুব শীঘ্রই এভারেস্ট তার বিশেষত্ব হারাতে পারে বলে মনে করছেন ভূতাত্ত্বিকরা।



মন্তব্য চালু নেই